একুশ তুমি মহান
একুশ তুমি রক্তে শ্বশান ।
একুশ তুমি এসেছিলে
চোখে অনেক স্বপ্ন নিয়ে,
অনেক মায়ের আচল ছিড়ে
বেরিয়ে এসেছিলে রাজপথে ।
একুশ তুমি জানতে হয়তো
তুমি হবে সফল,
তাইতো তুমি বিলিয়ে ছিলে
অনেক মায়ের আশার আছল।
ভাষাই ছিল তোমার আশা
বাঙালীর প্রতি চিল ভরসা,
সার্থক মোরে করবে এরা
বিনিময়ে পাবে মাতৃভাষা ।
স্বীকৃতি তুমি পেলে শেষে
আর্ন্তজাতিক ভাষা হিসেবে,
গর্বিত হল সকল জাতি
ঋনী মোরা সালাম,বরকত তোমাদের প্রতি ।
একুম তুমি কি
যায়না সহজে বোঝা,
তুমি যে মোদের গর্বিত প্রতীক
তোমার জন্য কোটি শহীদ মিনার খাড়া ।
একুশ তুমি অনুপ্রেরনা
তোমার কারনে স্বাধীন আমরা
একুশ তুমি মহান জাতির সৃষ্টিকারী
তোমার কাছে ঋনী আমি ।।
বি:দ্র: কবিতাটি আমার লেখা ১০ ফেব্রয়ারী-২০০৭ সালে।যখন আমি এইচ,এস,সি ১ম বর্ষে শিক্ষার্থী । জানি না আপনাদের কাছে কেমন লেগেছে , তবে আমি আশাবাদী আমার ক্ষুদ্র মস্তিষ্কের প্রচেষ্টা হয়তো একটু ভাল লাগলে ও লাগতে পারে আপনার কাছে।
একুশ তুমি রক্তে শ্বশান ।
একুশ তুমি এসেছিলে
চোখে অনেক স্বপ্ন নিয়ে,
অনেক মায়ের আচল ছিড়ে
বেরিয়ে এসেছিলে রাজপথে ।
একুশ তুমি জানতে হয়তো
তুমি হবে সফল,
তাইতো তুমি বিলিয়ে ছিলে
অনেক মায়ের আশার আছল।
ভাষাই ছিল তোমার আশা
বাঙালীর প্রতি চিল ভরসা,
সার্থক মোরে করবে এরা
বিনিময়ে পাবে মাতৃভাষা ।
স্বীকৃতি তুমি পেলে শেষে
আর্ন্তজাতিক ভাষা হিসেবে,
গর্বিত হল সকল জাতি
ঋনী মোরা সালাম,বরকত তোমাদের প্রতি ।
একুম তুমি কি
যায়না সহজে বোঝা,
তুমি যে মোদের গর্বিত প্রতীক
তোমার জন্য কোটি শহীদ মিনার খাড়া ।
একুশ তুমি অনুপ্রেরনা
তোমার কারনে স্বাধীন আমরা
একুশ তুমি মহান জাতির সৃষ্টিকারী
তোমার কাছে ঋনী আমি ।।
বি:দ্র: কবিতাটি আমার লেখা ১০ ফেব্রয়ারী-২০০৭ সালে।যখন আমি এইচ,এস,সি ১ম বর্ষে শিক্ষার্থী । জানি না আপনাদের কাছে কেমন লেগেছে , তবে আমি আশাবাদী আমার ক্ষুদ্র মস্তিষ্কের প্রচেষ্টা হয়তো একটু ভাল লাগলে ও লাগতে পারে আপনার কাছে।