0 মুখে ইসলামের কথা

মুখে ইসলামের কথা আর কাজের বেলায় রগকাটাদের উগ্রবাদ তারাই সমর্থন করতে পারে যারা হয় নিজেরা ভন্ড, নয়তো অর্ধ বা অশিক্ষিত। কিন্তু একজন শ্রদ্ধেয় খতিবকে এভাবে রাস্তায় ফেলে আঘাত করার কী ব্যাখ্যা থাকতে পারে?

পুলিশ ভাইদেরই একজন হামলাকারীকে প্রথমে থামাতে চাইলেন, পারলেন না, পরে সে যখন মেরেই বসল তখন জোর করে তাদের থামিয়ে 'বেয়াদব' বলে উঠলেন। ভুল এক স্রোতের বিপরীতে দাঁড়ানো এই ভাইকে অশেষ ধন্যবাদ। কিন্তু সার্বিক ভাবে, এ কাদের হাতে আইন-শৃংখলা রক্ষার দায়িত্ম দিয়ে রেখেছি আমরা? এ কী খেলা শুরু করল মখা? আর পুলিশ ভাইয়েরাও বা কী করছেন এসব? তারা কি বুঝতে পারছেন বাকশালীরা নিজেদের পিঠ বাঁচাতে বাহিনীটাকে ব্যবহার করে তাদেরকে ক্রমান্বয়ে জনগণের কাছে ঘৃণিত করে তুলছে?
 

BANGLADESHI UPDATE NEWS Copyright © 2011 - |- Template created by O Pregador - |- Powered by Blogger Templates