দীর্ঘ প্রতীক্ষা ও পর্যালোচনা শেষে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন
নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। আবদুল কাদের ভূঁইয়া জুয়েলকে সভাপতি ও হাবিবুর
রশিদ হাবিবকে সাধারণ সম্পাদক করে সোমবার রাত সোয়া ৩টায় পাঁচ সদস্যের
কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। অন্য পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি বজলুল
করিম চৌধুরী আবেদ, যুগ্ম সম্পাদক এসএম ওবায়দুল হক নাসির ও সাংগঠনিক সম্পাদক
রাজীব আহসান। অনুমোদনের কাগজে ২০১ সদস্যের কমিটি গঠনের কথা বলা হলেও
বাকিদের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় কমিটির
সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও
দক্ষিণের শীর্ষ ৫টি পদে মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটি ঘোষণার পর ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ কর্মসূচিতে ত্যাগ স্বীকার করা অভিজ্ঞ কয়েক নেতার বাদ পড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের মধ্যে নতুন কমিটি নিয়ে গতকাল বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। এদিকে ছাত্রদলের নতুন কমিটির খবরে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহড়া দিয়েছে ছাত্রলীগ। ক্যাম্পাসের প্রতিটি প্রবেশদ্বারে দিনভর ছিল পুলিশি প্রহরা। পুরো ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
সোমবার রাত ২টার দিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাসায় গিয়ে কমিটি অনুমোদন করানো হয়। রাত সোয়া ৩টার দিকে চেয়ারপার্সনের গুলশানের কার্যালয় থেকে অনুমোদিত কমিটি ই-মেইল বার্তায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এর আগে ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রবিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং সহ-ছাত্রবিষয়ক সম্পাদক ও ছাত্রদলের বিদায়ী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু দীর্ঘ সময় বৈঠক করেন।
১৯৭৯ সালে গঠিত এই ছাত্র সংগঠনের সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল ২০০৯ সালের ১ জুলাই। তাতে সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পান সুলতান সালাউদ্দিন টুকু ও আমিরুল ইসলাম খান আলিম। পরে ২০১০ সালের ১ জানুয়ারি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
কেন্দ্রীয় কমিটি ঘোষণার পাশাপাশি ঢাবি, জবি এবং মহানগর উত্তর-দক্ষিণ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি অনুমোদন করা হয়। ছাত্রদলের নতুন সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল এবং যুগ্ম সম্পাদক এসএম ওবায়দুল হক নাসির এ চারটি কমিটি অনুমোদন করেন। নতুন সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব চিকিত্সার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি : মাইদুল ইসলাম হিরুকে সভাপতি, মাসুদ খান পারভেজকে সাধারণ সম্পাদক, সাদিউল কবির নীরবকে সিনিয়র সহ-সভাপতি, নাসির উদ্দিন রুম্মনকে যুগ্ম সম্পাদক, মিনহাজুল ইসলাম মিনহাজকে সাংগঠনিক সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটি : ফয়সাল আহমেদ সজলকে সভাপতি, ওমর ফারুক মুন্নাকে সাধারণ সম্পাদক, রাজীব রহমানকে সিনিয়র সহ-সভাপতি, খন্দকার আল আশরাফ মামুনকে যুগ্ম সম্পাদক ও এসএম মহসীন হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।
ঢাকা মহানগরের উত্তর-দক্ষিণ কমিটি : ইসহাক সরকারকে সভাপতি, খন্দকার এনামুল হককে সাধারণ সম্পাদক, মির্জা আসলাম আলীকে সিনিয়র সহ-সভাপতি, জহির উদ্দিন তুহিনকে যুগ্ম সম্পাদক ও কামরুজ্জামান টিপুকে সাংগঠনিক সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল এবং আবুল মনসুর খান দীপককে সভাপতি, হুমায়ুন কবির রওশনকে সাধারণ সম্পাদক, শরিফ উদ্দিন জুয়েলকে সিনিয়র সহ-সভাপতি, কামাল হোসেন (ঢাকা কলেজ) যুগ্ম সম্পাদক ও মিজানুর রহমান রাজকে সাংগঠনিক সম্পাদক করে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটি নিয়ে যত পর্যালোচনা : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নিজে দায়িত্ব নিয়ে এবার ছাত্রদলের নতুন কমিটি গঠন করেছেন। রমজানের প্রথম সপ্তাহে তিনি ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে ক’দফা বৈঠক ও পরে খোঁজ-খবর নিয়ে নতুন কমিটি করেন। তবে একটি পক্ষের অভিযোগ, ঢাকা মহানগরকেন্দ্রিক বিএনপির এক শীর্ষ নেতা ও চেয়ারপার্সনের একজন উপদেষ্টা কমিটি গঠনের ক্ষেত্রে প্রভাবিত করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন ও সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিদায়ী আহ্বায়ক আবদুল মতিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক আবদুল হালিম খোকন ও আহসান উদ্দিন খান শিপন, ঢাবি শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাবেক যুগ্ম সম্পাদক আকরামুল হাসান মিন্টুসহ ক’জন নেতা বাদ পড়ায় কেউ কেউ ক্ষুব্ধ। ঢাবি ক্যাম্পাসে নতুন নেতৃত্ব কোনো অবস্থান তৈরি করতে পারবে কিনা—তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় সাদা দলের কোনো কোনো শিক্ষক।
নতুন সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল ছাত্রদলের বিদায়ী কমিটিতে কোনো পদে ছিলেন না। এর আগের কমিটিতে (হেলাল-বাবু কমিটি) তিনি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তারও আগের কমিটিতে (লাল্টু-হেলাল) কমিটিতে তিনি সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। আর নতুন সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব বিদায়ী কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। এর আগের (হেলাল-বাবু কমিটি) কমিটিতে তিনি মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
ছাত্রদলের কোনো কোনো নেতাকর্মী মনে করেন, সংগঠন পরিচালনায় ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সভাপতি ও সাধারণ সম্পাদককে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে জুয়েলের ঘনিষ্ঠরা স্থান পাননি। বরং সেখানে বিদায়ী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। ঢাবি শাখার নতুন সভাপতি মাইদুল ইসলাম হিরু কেন্দ্রীয় কমিটির বিদায়ী সভাপতি ও নতুন যুগ্ম সম্পাদকের ঘনিষ্ঠ সহচর। হিরুর সঙ্গে জুয়েলের ব্যক্তিগত পরিচয়ের পর্বটাও তেমন কাছাকাছি নয়। অন্য কাউকে আস্থায় নিয়ে কাজ করতেও জুয়েলের অনেক বেশি সময় নিতে হবে।
একইভাবে মহানগর উত্তর-দক্ষিণে ঘোষিত নতুন কমিটির নেতাদের সঙ্গে হাবিবুর রশিদ হাবিবের সম্পর্কের অনেক ঘাটতি রয়েছে।
এদিকে ছাত্রদলের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন বিদায়ী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম ও সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবুল। নতুন নেতৃত্বের সফলতা কামনার পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকেও অভিনন্দন জানিয়েছেন।
ছাত্রদলের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মির সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, মহিলা দলের সভাপতি নূরী আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জিয়া পরিষদ সভাপতি কবির মুরাদ, জিয়া ব্রিগেড সভাপতি জাহিদ ইকবাল ও মহাসচিব আলহাজ আবুল হোসেন প্রমুখ।
এদিকে ছাত্রদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্থানে আনন্দ মিছিলের খবর পাওয়া গেছে। টঙ্গীতে গতকাল আনন্দ মিছিল করেছে টঙ্গী থানা ও টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদল। দুপুরে এক আনন্দ মিছিল কলেজ গেট এলাকা থেকে শুরু হয়ে টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কাদেরিয়া গেটে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। টঙ্গী থানা ছাত্রদল সভাপতি কামরুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে ও টঙ্গী সরকারি কলেজ শাখার জিএস জিয়াউল হাসান স্বপনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি মো. শরাফত হোসেন। এতে আরও বক্তব্য রাখেন শহিদুল ইসলাম শহিদ, মামুন সরকার, রফিকুল ইসলাম রিপন, লিটন মৃধা প্রমুখ।
নবনির্বাচিত কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের ফুলেল শুভেচ্ছা : জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবকে ছাত্রদল বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। গতকাল নয়াপল্টনে নবনির্বাচিত কমিটির পরিচিত সভা শেষে এ শুভেচ্ছা জানানো হয়। পরিচিতি সভা পরিচালনা করেন বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক ও সদ্যবিদায়ী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চীেধুরী এ্যানী এমপি।
নতুন কমিটি ঘোষণার পর ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ কর্মসূচিতে ত্যাগ স্বীকার করা অভিজ্ঞ কয়েক নেতার বাদ পড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের মধ্যে নতুন কমিটি নিয়ে গতকাল বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। এদিকে ছাত্রদলের নতুন কমিটির খবরে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহড়া দিয়েছে ছাত্রলীগ। ক্যাম্পাসের প্রতিটি প্রবেশদ্বারে দিনভর ছিল পুলিশি প্রহরা। পুরো ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
সোমবার রাত ২টার দিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাসায় গিয়ে কমিটি অনুমোদন করানো হয়। রাত সোয়া ৩টার দিকে চেয়ারপার্সনের গুলশানের কার্যালয় থেকে অনুমোদিত কমিটি ই-মেইল বার্তায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এর আগে ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রবিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং সহ-ছাত্রবিষয়ক সম্পাদক ও ছাত্রদলের বিদায়ী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু দীর্ঘ সময় বৈঠক করেন।
১৯৭৯ সালে গঠিত এই ছাত্র সংগঠনের সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল ২০০৯ সালের ১ জুলাই। তাতে সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পান সুলতান সালাউদ্দিন টুকু ও আমিরুল ইসলাম খান আলিম। পরে ২০১০ সালের ১ জানুয়ারি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
কেন্দ্রীয় কমিটি ঘোষণার পাশাপাশি ঢাবি, জবি এবং মহানগর উত্তর-দক্ষিণ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি অনুমোদন করা হয়। ছাত্রদলের নতুন সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল এবং যুগ্ম সম্পাদক এসএম ওবায়দুল হক নাসির এ চারটি কমিটি অনুমোদন করেন। নতুন সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব চিকিত্সার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি : মাইদুল ইসলাম হিরুকে সভাপতি, মাসুদ খান পারভেজকে সাধারণ সম্পাদক, সাদিউল কবির নীরবকে সিনিয়র সহ-সভাপতি, নাসির উদ্দিন রুম্মনকে যুগ্ম সম্পাদক, মিনহাজুল ইসলাম মিনহাজকে সাংগঠনিক সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটি : ফয়সাল আহমেদ সজলকে সভাপতি, ওমর ফারুক মুন্নাকে সাধারণ সম্পাদক, রাজীব রহমানকে সিনিয়র সহ-সভাপতি, খন্দকার আল আশরাফ মামুনকে যুগ্ম সম্পাদক ও এসএম মহসীন হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।
ঢাকা মহানগরের উত্তর-দক্ষিণ কমিটি : ইসহাক সরকারকে সভাপতি, খন্দকার এনামুল হককে সাধারণ সম্পাদক, মির্জা আসলাম আলীকে সিনিয়র সহ-সভাপতি, জহির উদ্দিন তুহিনকে যুগ্ম সম্পাদক ও কামরুজ্জামান টিপুকে সাংগঠনিক সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল এবং আবুল মনসুর খান দীপককে সভাপতি, হুমায়ুন কবির রওশনকে সাধারণ সম্পাদক, শরিফ উদ্দিন জুয়েলকে সিনিয়র সহ-সভাপতি, কামাল হোসেন (ঢাকা কলেজ) যুগ্ম সম্পাদক ও মিজানুর রহমান রাজকে সাংগঠনিক সম্পাদক করে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটি নিয়ে যত পর্যালোচনা : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নিজে দায়িত্ব নিয়ে এবার ছাত্রদলের নতুন কমিটি গঠন করেছেন। রমজানের প্রথম সপ্তাহে তিনি ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে ক’দফা বৈঠক ও পরে খোঁজ-খবর নিয়ে নতুন কমিটি করেন। তবে একটি পক্ষের অভিযোগ, ঢাকা মহানগরকেন্দ্রিক বিএনপির এক শীর্ষ নেতা ও চেয়ারপার্সনের একজন উপদেষ্টা কমিটি গঠনের ক্ষেত্রে প্রভাবিত করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন ও সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিদায়ী আহ্বায়ক আবদুল মতিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক আবদুল হালিম খোকন ও আহসান উদ্দিন খান শিপন, ঢাবি শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাবেক যুগ্ম সম্পাদক আকরামুল হাসান মিন্টুসহ ক’জন নেতা বাদ পড়ায় কেউ কেউ ক্ষুব্ধ। ঢাবি ক্যাম্পাসে নতুন নেতৃত্ব কোনো অবস্থান তৈরি করতে পারবে কিনা—তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় সাদা দলের কোনো কোনো শিক্ষক।
নতুন সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল ছাত্রদলের বিদায়ী কমিটিতে কোনো পদে ছিলেন না। এর আগের কমিটিতে (হেলাল-বাবু কমিটি) তিনি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তারও আগের কমিটিতে (লাল্টু-হেলাল) কমিটিতে তিনি সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। আর নতুন সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব বিদায়ী কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। এর আগের (হেলাল-বাবু কমিটি) কমিটিতে তিনি মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
ছাত্রদলের কোনো কোনো নেতাকর্মী মনে করেন, সংগঠন পরিচালনায় ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সভাপতি ও সাধারণ সম্পাদককে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে জুয়েলের ঘনিষ্ঠরা স্থান পাননি। বরং সেখানে বিদায়ী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। ঢাবি শাখার নতুন সভাপতি মাইদুল ইসলাম হিরু কেন্দ্রীয় কমিটির বিদায়ী সভাপতি ও নতুন যুগ্ম সম্পাদকের ঘনিষ্ঠ সহচর। হিরুর সঙ্গে জুয়েলের ব্যক্তিগত পরিচয়ের পর্বটাও তেমন কাছাকাছি নয়। অন্য কাউকে আস্থায় নিয়ে কাজ করতেও জুয়েলের অনেক বেশি সময় নিতে হবে।
একইভাবে মহানগর উত্তর-দক্ষিণে ঘোষিত নতুন কমিটির নেতাদের সঙ্গে হাবিবুর রশিদ হাবিবের সম্পর্কের অনেক ঘাটতি রয়েছে।
এদিকে ছাত্রদলের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন বিদায়ী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম ও সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবুল। নতুন নেতৃত্বের সফলতা কামনার পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকেও অভিনন্দন জানিয়েছেন।
ছাত্রদলের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মির সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, মহিলা দলের সভাপতি নূরী আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জিয়া পরিষদ সভাপতি কবির মুরাদ, জিয়া ব্রিগেড সভাপতি জাহিদ ইকবাল ও মহাসচিব আলহাজ আবুল হোসেন প্রমুখ।
এদিকে ছাত্রদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্থানে আনন্দ মিছিলের খবর পাওয়া গেছে। টঙ্গীতে গতকাল আনন্দ মিছিল করেছে টঙ্গী থানা ও টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদল। দুপুরে এক আনন্দ মিছিল কলেজ গেট এলাকা থেকে শুরু হয়ে টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কাদেরিয়া গেটে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। টঙ্গী থানা ছাত্রদল সভাপতি কামরুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে ও টঙ্গী সরকারি কলেজ শাখার জিএস জিয়াউল হাসান স্বপনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি মো. শরাফত হোসেন। এতে আরও বক্তব্য রাখেন শহিদুল ইসলাম শহিদ, মামুন সরকার, রফিকুল ইসলাম রিপন, লিটন মৃধা প্রমুখ।
নবনির্বাচিত কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের ফুলেল শুভেচ্ছা : জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবকে ছাত্রদল বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। গতকাল নয়াপল্টনে নবনির্বাচিত কমিটির পরিচিত সভা শেষে এ শুভেচ্ছা জানানো হয়। পরিচিতি সভা পরিচালনা করেন বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক ও সদ্যবিদায়ী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চীেধুরী এ্যানী এমপি।