গত
১৫ ফেব্রুয়ারী কক্সবাজারে আল্লামা সাঈদী মুক্তি আন্দোলন ও ইসলাম নির্মূল
প্রতিরোধ কমিটির কর্তৃক আয়োজিত বিক্ষোভ কর্মসূচীর শুরুতে আওয়ামীলীগের
লেলিয়ে দেওয়া বর্বর পুলিশ বাহিনীর নির্বিচার গুলি বর্ষণে ৩ জন ভাই শাহাদত
বরন করেন। বিক্ষোভ চলার সময়ে একজন মুসল্লিকে ধরার পর এলো পাথাড়ি মারধর
করে। এবং কতিপয় অতি উৎসাহী পুলিশ সরাসরি গুলি করে হত্যা করে।
দেখে কোনভাবেই চোখের পানি ধরে রাখতে পারলাম না।হায়রে মানবতা!!
কোথায় আজ মানবাধিকারের বুলি আওড়ানো ভণ্ডরা।আজ আপনাদের মুখ বন্ধ কেন? কবে ভাঙ্গবে আপনাদের ঘুম?মুসলিমদের কি ন্যূনতম অধিকারটুকুও নাই? আফসোস এই সরকার ও জনগন নিজেদের আবার মুসলিম হিসেবেও দাবী করে।
প্রিয় মুসলিম জনতা আসুন এই সব চিহ্নিত পুলিশ রূপি ক্যাডার ও আওয়ামী-বাঁকশালীদের বিরদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।
দেখে কোনভাবেই চোখের পানি ধরে রাখতে পারলাম না।হায়রে মানবতা!!
কোথায় আজ মানবাধিকারের বুলি আওড়ানো ভণ্ডরা।আজ আপনাদের মুখ বন্ধ কেন? কবে ভাঙ্গবে আপনাদের ঘুম?মুসলিমদের কি ন্যূনতম অধিকারটুকুও নাই? আফসোস এই সরকার ও জনগন নিজেদের আবার মুসলিম হিসেবেও দাবী করে।
প্রিয় মুসলিম জনতা আসুন এই সব চিহ্নিত পুলিশ রূপি ক্যাডার ও আওয়ামী-বাঁকশালীদের বিরদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।