0 শাহবাগের আন্দোলনের দাবী কার কাছে ?

আজকে আমি শাহবাগের সম্মেলনের পুরোটা টেলিভিশনের মাধ্যমে দেখলাম। দেখে আমার মনে কিছু প্রশ্ন জাগলো....তা হল

১। তারা বলে আন্দোলন সাধারন মানুষের কিন্তু আমি দেখলাম যারা বক্তব্য দিল তারা সব বাম ও ছাত্রলীগের নেতা। তাহলে এরা সাধারন মানুষ কিভাবে হল।

২। অনেক সংগঠন হতে একাত্বতা প্রকাশ করছে , কিন্তু আমি দেখলাম এ সংগঠনের যারা সরকার ও বামপন্থি পাশাপাশি হিন্দু সম্প্রদায় তারা একাত্বতা প্রকাশ করছে।

২। তারা সকল দাবী করছে সরকারের কাছে, কিন্তু দাবীকারি ইমরানের পাশে ছাত্রলীগের কেন্দীয় সাধারন সম্পাদক সিদ্দিক তাকে পরামর্শ দিচ্ছে এবং তিনি তা প্রকাশ করছে। সুতরাং সিদ্দিক কি সরকারের একটি পার্ট না?

৩। সরকারের কাছে আবেদন হলে সরকাররে সংসদ সদস্য গিয়ে কার কাছে দাবী করেন?

৪। সরকাররে কাছে দাবী মানে সরকাররে প্রতি আন্দোলন করা , কিন্তু তারা তা করছে না কেন।

৫। সরকাররে প্রতি আন্দোলণ করলে সরকারর যদি শিক্ষকদের মোকাবেলা করতে পারে তা হলে এদের বেলা না কেন?

৬ । সরকারের প্রতি আন্দোলন হলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি/শিক্ষক ও সরকার সমর্থকরা কেন আসে। তারা কি সাধারন মানুষ?

৭। ছাত্ররীগ কি সাধারন আন্দোলনকারী?

৮। এদের কারনে কেন আমি ১ম ২দিন গিয়ে ও আজ সাধারন মানুষ হিসাবে যেতে পারি না?
 

BANGLADESHI UPDATE NEWS Copyright © 2011 - |- Template created by O Pregador - |- Powered by Blogger Templates