0 রগরগে দৃশ্যে ক্রিস্টেন

বিনোদন ডেস্ক: হলিউডি অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টকে তার অভিনীত পরবর্তী সিনেমা ‘অন দি রোড’-এর ট্রেইলারে স্যাম রাইলি এবং গ্যারিয়েট হেডলন্ডের সঙ্গে একটি রগরগে দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াল্টার স্যালিস। দৃশ্যটিতে অভিনয়ের পর ক্রিস্টেন ডেইলি মেইলকে জানান, দৃশ্যটি এখন আমার কাছে পাগলামী মনে হচ্ছে। আমি নিজেই নিজেকে চিনতে পারছি না। সব অভিনয় শিল্পী এমন একটি দৃশ্যে অভিনয়ের পর যেমন অনুভব করেন, আমিও ঠিক তেমনটাই ভাবছি। আমি ব্যক্তিগতভাবে এ দৃশ্যে যুক্ত থাকলেও আমার ব্যক্তিজীবন থেকে এটি সম্পূর্ণ আলাদা। ২২ বছর বয়সী ‘টোয়াইলাইট’ খ্যাত এ অভিনেত্রী সিনেমাটিতে এর অন্যতম প্রধান চরিত্র ডিন মরিওটির ১৬ বছরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। জ্যাক কেরুয়্যাকের ‘অন দি রোড’ উপন্যাসটির অনুকরণে স্যালিস তার এ সিনেমাটি তৈরি করেছেন। এ সিনেমায় ১৯৪০ সালে কেরুয়্যাকের বন্ধুদের সঙ্গে আমেরিকা ভ্রমণের কাহিনী তুলে ধরা হয়েছে। সিনেমায় ক্রিস্টেনের পাশাপাশি আরও অভিনয় করেছেন স্যাম রাইলি, গ্যারিয়েট হেডলন্ড, ক্রিস্টেন ডানস্ট, অ্যামি অ্যাডামস, ভিগো মর্টেনসেন এবং আরও অনেকে।
 

BANGLADESHI UPDATE NEWS Copyright © 2011 - |- Template created by O Pregador - |- Powered by Blogger Templates