0 নির্বাচনকালীন অন্তর্বর্তী দলীয় মন্ত্রিসভার প্রস্তাব অগ্রহণযোগ্য : খালেদা জিয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নির্বাচনকালীন অন্তর্বর্তী মন্ত্রিসভার প্রস্তাব নাকচ করে দিয়েছে বিএনপি। দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৃহস্পতিবার রাতে বৈঠক করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, এ প্রস্তাব অগ্রহণযোগ্য। বিএনপি বলেছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না।
বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য ও অন্যান্য সিনিয়র নেতাদের সভায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উপস্থিতিতে অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলাপ-আলোচনার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারে তাদের অংশীদারিত্বের বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব নিয়েও দল আলোচনা করে।
এই প্রস্তাব অগ্রহণযোগ্য বলে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানিয়ে দেয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাত্কারে রাজনৈতিক দলের অংশগ্রহণে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে প্রস্তাব দিয়েছেন, সেটা নতুন কিছু নয়। অনেক আগে থেকে সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা একই
কথা বলে আসছেন। তিনি বলেন, ‘তাই আমাদের অবস্থান সুস্পষ্ট—নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাত্কারে বলেন, আগামী সাধারণ নির্বাচনের সময় যে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, তাতে বিরোধী দল বিএনপির অংশীদারিত্ব থাকতে পারে। বিবিসি বাংলাকে লন্ডনে দেয়া এক একান্ত সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী বলেন, সংসদের মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগেই নির্বাচনের ঘোষণা দিতে হবে।
তবে সেই তিন মাস সংসদের কোনো অধিবেশন থাকবে না এবং সদস্যদের কোনো কার্যকরী ক্ষমতাও থাকবে না। এতে সংসদ সদস্যরাও প্রভাব খাটাতে পারবে না বলে তিনি দাবি করেন।
 

BANGLADESHI UPDATE NEWS Copyright © 2011 - |- Template created by O Pregador - |- Powered by Blogger Templates