0 রাজনৈতিক দলের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বিদায়ী সিইসি


রাজনৈতিক দলের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বিদায়ী সিইসি

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৪-০২-২০১২

নির্বাচন কমিশনার শামসুল হুদা নির্বাচন কমিশনার শামসুল হুদা
বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটি করতে চাইলে কিছু শর্ত মানতে হবে। নির্বাচন একদিনে না করে কয়েক ভাগে করতে হবে এবং ইভিএম ব্যবহার করতে হবে।
আজ শনিবার এ টি এম শামসুল হুদাকে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে দেওয়া বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ টি এম শামসুল হুদা বলেন, বর্তমান নির্বাচন কমিশনের মর্যাদা অনেক ওপরে। নির্বাচন কমিশনের বিষয়ে খুব বেশি প্রশ্ন নেই। যেকোনো মূল্যে কমিশনের এই গ্রহণযোগ্যতা ধরে রাখতে হবে।
বিদায়ি সিইসি বলেন, কিছু লোক চায় না নির্বাচন সুষ্ঠু হোক। রাজনৈতিক দলের অধীনের নির্বাচন হলে দলগুলোর লোকজন ঝামেলা করবে।
শামসুল হুদা বলেন, বর্তমান নির্বাচন কমিশনের শেষের দিকে করা নির্বাচনগুলো অনেক প্রতিকূলতার মধ্যে তা করেছে। এ ক্ষেত্রে গণমাধ্যম সবচেয়ে বেশি সহযোগিতা করছে।
এ টি এম শামসুল হুদার বিদায় অনুষ্ঠানে কমিশনের সচিব মোহাম্মদ সাদিক সভাপতিত্ব করেন।
 

BANGLADESHI UPDATE NEWS Copyright © 2011 - |- Template created by O Pregador - |- Powered by Blogger Templates