/www.facebook.com/mahmud.shaikh1
চট্টগ্রাম, জানুয়ারি ১৯ : প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর বলে মন্তব্য করেছেন নগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
জিয়াউর রহমানের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে নগর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে এ সভায় তিনি বলেন, “জিয়াউর রহমান জাতিকে একটি স্বনির্ভর বাংলাদেশ উপহার দিয়েছিলেন এবং দেশের গণতন্ত্রকে মুক্ত করেন।” সভার পর নগর বিএনপি’র নেতাকর্মীরা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম কবরে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় নেতা-কর্মীরা কবরে ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল করে। এ সময় অন্যদের মধ্যে নগর বিএনপি’র সহ-সভাপতি আবু সুফিয়ান, শামসুল আলম, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। |