দেশের ‘সংকট’ উত্তরণে শিক্ষকদের বিএনপির আন্দোলনের কর্মসূচিতে শরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, “আগামী ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশে আপনারা সবাই উপস্থিত থাকবেন।” শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীতে আয়োাজিত এক সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন খালেদা। তিনি বলেন, “জঘন্য দলীয়করণের শিকার হয়ে বহু যোগ্য শিক্ষক আজ চাকরি হারাচ্ছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিগুলো অযোগ্য দলীয় লোকদের হাতে তুলে দেওয়া হয়েছে।” আগামীতে ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করার প্রতিশ্র“তি দেন তিনি। রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সমাবেশ হয়। আলোচনা সভায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে তার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সাবেক প্রধানমন্ত্রী তার শাসনামলে শিক্ষার মানন্নোয়ন, নারী শিক্ষার অগ্রগতি, বৃত্তিমূলক ভোকেশনাল কোর্স চালু, বেসরকারি শিক্ষক নিবন্ধন সংস্থা প্রতিষ্ঠা, বেসরকারি শিক্ষকদের শতভাগ বেতনের অর্থ সরকারি কোষাগার থেকে দেওয়া, শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট গঠন, অবসরভাতা চালু, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। দেশের অর্থনীতি ‘বিপর্যস্ত’ দাবি করে খালেদা বলেন, “স্বল্প বেতনের শিক্ষক-কর্মচারীদের জীবনমান ধরে রাখা দুষ্কর হয়ে উঠেছে।” গরীব অভিভাবকরা তাদের সন্তানদের জন্য দুই বেলা খাবার যোগাড় করতে হিমশিম খাচ্ছেন মন্তব্য করে খালেদা বলেন, “শিক্ষা উপকরণের দাম বহুগুণ বেড়ে গেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্ধিত বেতন কমানোর দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। সরকার তাদের ওপর নির্যাতন চালাচ্ছে।” সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, খালেদার উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নান, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, হায়দার আলী, আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আনম ইউসুফ হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে শিক্ষক সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক মাহমুদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন প্রমুখ বক্তব্য দেন। |
0 দেশ মহাসংকটে: খালেদা
Labels:
KHALAYDA ZIA