0 মন্ত্রীর ভাই বাচ্চু'র জামিন


মন্ত্রীর ভাই বাচ্চু'র জামিন
মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১২
নরসিংদী পৌর মেয়র লোকমান হত্যা মামলার এজাহারভূক্ত প্রধান আসামী ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজি উদ্দিন আহম্মেদ রাজুর ছোট ভাই সালাউদ্দিন আহম্মেদ বাচ্চুর জামিন মঞ্জুর করেছেন আদালত। আসামী বাচ্চু, আমির হোসেন আমু ও মামুনকে ১দিনের রিমান্ড শেষে আজ সকাল সাড়ে ৯ টায় নেয়া হয় নরসিংদী চীফ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট নিতাই চন্দ্র সাহার আদালতে। মামলার তদন্তকর্মকর্তা ও ডিবি ওসি মামুনুর রশিদ মন্ডল আসামীদের আরও ৩দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামীর পক্ষে আইনজীবীরা তাদের পক্ষে জামিন আবেদন করেন। আদালত বাদী এবং আসামীর পক্ষের আইনজীবীদের শুনানী শেষে রিমান্ড এবং জামিন না মঞ্জুর করে আসামীদের জেল হাজতে প্রেরনের নিদের্শ দেন। দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ ড.শাহজাহান-এর আদালতে আসামী সালাউদ্দিন আহম্মেদ বাচ্চু, আমির হোসেন আমু,মামুন,হাজী সেলিম ও হিরণের জামিনের শুনানীর পর জামিন মঞ্জুর করেন।
সর্বশেষ আপডেট মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১২ ১৯:৪১

 

BANGLADESHI UPDATE NEWS Copyright © 2011 - |- Template created by O Pregador - |- Powered by Blogger Templates