0 প্রেম এখনও অটুট


প্রেম এখনও অটুট
মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১২
সবাই ধরেই নিয়েছিলেন, ‘রকস্টার’ ছবির সহ-অভিনেত্রী  নার্গিস ফাখরির সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন রণবীর কাপুর। কিন্তু দু’জনের সাম্প্রতিক কর্মকাণ্ডে সেটি ভুল  প্রমাণিত হয়েছে। অনেকেই বলছেন, নার্গিসের প্রতি রণবীরের প্রেম এখনও অটুট রয়েছে। খবর ভাসছে, নার্গিসের সঙ্গে দেখা করতেই সম্প্রতি রণবীর নিউ ইয়র্কে গিয়েছেন।  জানা গেছে, নার্গিস আমন্ত্রণ জানালে রণবীর লন্ডন থেকে নিউ ইয়র্কের উদ্দেশে রওয়ানা হন। রণবীর ফোনে নার্গিসের কণ্ঠ শোনা মাত্রই তাড়াহুড়া করে নিউ ইয়র্ক চলে যান। ‘রকস্টার’ ছবির শুটিং চলাকালে রণবীর-নার্গিসের সম্পর্কের কথা বলিউডে চাউর হলেও তারা এ পর্যন্ত বিষয়টি অস্বীকার করে এসেছেন। ছবিটি মুক্তির পর এই জুটির সম্পর্কচ্ছেদের খবর প্রকাশ হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। একটি পার্টিতে তাদের দু’জনকে খুব কম কথা বলতে দেখেই এমন খবর চাউর হয়েছিল। কিন্তু এই জুটির সাম্প্রতিক কর্মকাণ্ডে তা ভুল প্রমাণিত হয়েছে । 
 

BANGLADESHI UPDATE NEWS Copyright © 2011 - |- Template created by O Pregador - |- Powered by Blogger Templates