0 কাল থেকে দুই শেয়ারবাজারে যথারীতি লেনদেন


কাল বুধবার দুই স্টক এক্সচেঞ্জে যথারীতি স্বাভাবিক লেনদেন শুরু হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী প্রথম আলো অনলাইনকে বলেন, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে কাল যথারীতি লেনদেন শুরু হবে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক ফখরউদ্দিন আলী আহমেদ প্রথম আলো অনলাইনকে বলেন, ‘আবারও বড় ধরনের কোনো সমস্যা না হলে আমরা আগামীকাল যথারীতি লেনদেন শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।’
আজ দিনের শুরুতে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ করে দেওয়া হয়। অনিবার্য কারণবশত, এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে জানানো হয়।
পরে দুপুর ১২টার দিকে ডিএসইর পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা প্রেস ব্রিফিংয়ে জানান, কেবল আজই ডিএসইর লেনদেন বন্ধ থাকবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
ডিএসইর সিইও তাঁর বক্তব্যে বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে অস্পষ্টতা প্রতীয়মান হয়েছে। ডিএসই মনে করে, এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং পুঁজিবাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। সে কারণে পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে আজ লেনদেন বন্ধ রাখা হয়েছে। তিনি আরও বলেন, আজ বেলা একটায় এসইসির চেয়ারম্যানের সঙ্গে ডিএসই কর্তৃপক্ষ এক আলোচনা সভায় মিলিত হবে। এ ছাড়া অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
মোশাররফ বলেন, ডিএসইর বোর্ড মনে করে, দেশের অর্থনীতি তথা পুঁজিবাজারের স্বার্থে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের (সামরিক ও বেসামরিক) পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ থাকা উচিত।
 

BANGLADESHI UPDATE NEWS Copyright © 2011 - |- Template created by O Pregador - |- Powered by Blogger Templates