0 সৌদি থেকে বাংলাদেশীদের ফেরত না পাঠানোর আহবান খালেদার



ঢাকা, ১৭ জানুয়ারি : সৌদি আরব থেকে বাংলাদেশীদের ফেরত না পাঠিয়ে নতুনভাবে আরো কর্মী নেয়ার আহবান করেছেন বিরোধীদলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  

মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরি সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এ আহবান জানান।

বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের দৃষ্টি আকর্ষণ করে খালেদা জিয়া সৌদি রাষ্ট্রদূতের কাছে উদ্বেগ প্রকাশ করে বলেন, “সেদেশে ১৮ বছরের অধিক সময় অবস্থানকারী বাংলাদেশী শ্রমিকদের যেন দেশে ফেরত না পাঠানো হয়।”

আবদুল্লাহ বুশাইরি খালেদা জিয়াকে নিশ্চিত করেন ১৮ বছরের অধীক সময় সৌদিতে অবস্থান করা শ্রমিকদের দেশে ফেরত পাঠানো নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। বরং যারা ১৮ বছর বয়সী বাংলাদেশী সৌদি আরবে অবস্থান করছে তারা ছাত্র হিসেবে না থেকে যেন কর্মী হিসেবে সেখানে অবস্থান করে। নতুন এ আইন করা হয়েছে। একই সঙ্গে ১৮ বছরের মহিলাদের পিতার অধীনে অবস্থান করতে বলা হয়েছে।   

বিএনপি’র ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী রাতে বৈঠক শেষে বার্তা২৪ ডটনেটকে একথা জানান।

শমসের মবিন আরো বলেন, বুধবার সৌদি রাষ্ট্রদূত তার দেশে যাবেন। এর আগে তিনি বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষত করতে আসেন।

সৌদি রাষ্ট্রদূত খালেদা জিয়াকে ওমরা পালন অথবা যে কোনো সময় সফর করার আমন্ত্রণ জানান।
 
মঙ্গলবার রাত সাড়ে আটটায় গুলশান কার্যালয়ে আসেন আবদুল্লাহ বুশাইরি। তিনি খালেদা জিয়ার সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক করেন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
 

BANGLADESHI UPDATE NEWS Copyright © 2011 - |- Template created by O Pregador - |- Powered by Blogger Templates