মাধ্যমিকের মতো দাখিলেও বাংলা ও ইংরেজি বিষয়ে ২০০ নম্বর করে মোট ৪০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। আজ বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মাদ্রাসার পাঠ্যক্রম নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
পরে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, দাখিল পর্যায়ের শিক্ষার্থীরা এর আগে বাংলা ও ইংরেজিতে ১০০ নম্বর করে মোট ২০০ নম্বরের ওপর পরীক্ষা দিত। অথচ মাধ্যমিকের শিক্ষার্থীরা পরীক্ষা দেয় ২০০ করে মোট ৪০০ নম্বরের ওপর। এখন দাখিল পর্যায়েও এ দুটি বিষয়ে সমতা এল। এর মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের প্রতিবন্ধকতা দূর হলো। শিক্ষানীতি অনুযায়ী মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের কাজটিও এর মাধ্যমে শুরু হলো বলে তিনি মন্তব্য করেন।
মন্ত্রী জানান, ভবিষ্যতে আলিম (এইচএসসি) পর্যায়েও বাংলা ও ইংরেজি বিষয়ে পরীক্ষায় নম্বরে সাধারণ শিক্ষার সঙ্গে সমতা আনা হবে।
এই সিদ্ধান্ত কার্যকর হলে দাখিল পর্যায়ের শিক্ষার্থীরা মোট ১৩০০ নম্বরের পরীক্ষা দেবে। তবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পরীক্ষা হবে ১১০০ নম্বরে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয়ে মোট ৪০০ নম্বরের ওপর পড়ে আসা বাধ্যতামূলক। এ কারণে প্রতি বছরই জটিলতায় পড়ে মাদ্রাসা থেকে পাস করা শিক্ষার্থীরা।
পরে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, দাখিল পর্যায়ের শিক্ষার্থীরা এর আগে বাংলা ও ইংরেজিতে ১০০ নম্বর করে মোট ২০০ নম্বরের ওপর পরীক্ষা দিত। অথচ মাধ্যমিকের শিক্ষার্থীরা পরীক্ষা দেয় ২০০ করে মোট ৪০০ নম্বরের ওপর। এখন দাখিল পর্যায়েও এ দুটি বিষয়ে সমতা এল। এর মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের প্রতিবন্ধকতা দূর হলো। শিক্ষানীতি অনুযায়ী মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের কাজটিও এর মাধ্যমে শুরু হলো বলে তিনি মন্তব্য করেন।
মন্ত্রী জানান, ভবিষ্যতে আলিম (এইচএসসি) পর্যায়েও বাংলা ও ইংরেজি বিষয়ে পরীক্ষায় নম্বরে সাধারণ শিক্ষার সঙ্গে সমতা আনা হবে।
এই সিদ্ধান্ত কার্যকর হলে দাখিল পর্যায়ের শিক্ষার্থীরা মোট ১৩০০ নম্বরের পরীক্ষা দেবে। তবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পরীক্ষা হবে ১১০০ নম্বরে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয়ে মোট ৪০০ নম্বরের ওপর পড়ে আসা বাধ্যতামূলক। এ কারণে প্রতি বছরই জটিলতায় পড়ে মাদ্রাসা থেকে পাস করা শিক্ষার্থীরা।