0 জাতিসংঘ শান্তি তহবিলের সদস্য হলো বাংলাদেশ


শিপা হাফিজ

নিউ ইয়র্ক, ১৮ জানুয়ারি: জাতিসংঘের শান্তি তহবিলের উপদেষ্টা পরিষদে প্রথমবারের মতো সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।  জাতিসংঘের নিউ ইয়র্ক দফতরে বাংলাদেশের স্থায়ী মিশন মঙ্গলবার রাতে এ তথ্য দিয়েছে।

সদস্য পদে বাংলাদেশের প্রার্থী শিপা হাফিজ এখন থেকে প্রায় ৩৫ কোটি ডলারের তহবিলটির অর্থ ব্যবস্থাপনা ও এর মাধ্যমে বিভিন্ন যুদ্ধোত্তর দেশে শান্তি স্থাপনে দরকারি দিক নির্দেশনা দেবেন। এ পরিষদের অন্য সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে আছে আমেরিকা, হল্যান্ড, দক্ষিণ আফৃকা, সুইডেন, সুইজারল্যান্ড, বৃটেন, ব্রাজিল, মিশর ও জাপান।

শিপা বর্তমানে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি অ্যান্ড অ্যাডভোকেসি প্রশিক্ষণ বিভাগের পরিচালক।

যুদ্ধ বা সংঘাত পরবর্তী দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠায় ব্রাকের ‘অনন্য’ ভূমিকা এবং এ পর্যন্ত ৮টি দেশে তহবিলের অধীনে শান্তি কমিশনের কাজে নিয়োজিত থাকার স্বীকৃতি হিসেবেই প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তা শিপা হাফিজ নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশের স্থায়ী মিশন।

১৯৫৬ সালে জন্ম নেয়া শিপা তার উচ্চশিক্ষা লাভ করেছেন আমেরিকার ভারমন্টে অবস্থিত ‘স্কুল ফর ইন্টারন্যাশনাল ট্রেইনিং’(এসআইটি) থেকে। এসআইটি থেকে তিনি আন্তর্জাতিক ও আন্তঃসাংস্কৃতিক বিষয়াদির ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে ব্র্যাকে যোগ দেন তিনি।

 

BANGLADESHI UPDATE NEWS Copyright © 2011 - |- Template created by O Pregador - |- Powered by Blogger Templates