আগের
নিয়মে পরীক্ষার মাধ্যমে চলতি বছর মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী
ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আদালতকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। আজ
রোববার বিচারপতি শেখ হাসান আরিফের একক বেঞ্চে রাষ্ট্রপক্ষের ডেপুটি
অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন এ সিদ্ধান্তের কথা জানান।
পরীক্ষার মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু করার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ একটি আবেদন করেন। শুনানি নিয়ে গত ২৭ আগস্ট বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ বিষয়ে বিভক্ত আদেশ দেন। জ্যেষ্ঠ বিচারপতি আবেদনটি মঞ্জুর করেন, আর অপর বিচারপতি আবেদনটি খারিজ করে দেন।
এরপর বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য হাসান আরিফের একক বেঞ্চে পাঠান। আজ বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় আসে। তবে আবেদনকারী ইউনুস আলী আকন্দ আজ আদালতে উপস্থিত না থাকায় আদালত আগামীকাল সোমবার বিষয়টি শুনানির জন্য রাখেন।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। চলতি বছর মেডিকেল ও ডেন্টাল কলেজে পরীক্ষার মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু হবে—আদালতকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আদালত এ সিদ্ধান্ত হলফনামা আকারে উপস্থাপন করতে বলেছেন। আবেদনকারী আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় কাল বিষয়টি শুনানির জন্য রাখা হয়েছে।
১২ আগস্ট স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে পরীক্ষাবিষয়ক নীতিনির্ধারণী সভায় ২০১২-১৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে পরীক্ষা ছাড়াই শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত হয়। এর প্রতিবাদে আন্দোলনে নামেন ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা।
এরপর সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৪ আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ জিপিএর ভিত্তিতে ২০১২-১৩ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তির সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। এরই ধারাবাহিকতায় রিট আবেদনকারী ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরুর নির্দেশনা চেয়ে গত ২৩ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আর একটি আবেদন করেন। এতে পরীক্ষার ভিত্তিতে ভর্তির প্রক্রিয়া শুরুর জন্য স্বাস্থ্যসচিব, শিক্ষাসচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি নির্দেশনা চাওয়া হয়।
গত ২ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস ও বিডিএসে ভর্তির বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা হাইকোর্টে করা রিট প্রত্যাহার করলে আগের পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। আর তা না হলে আদালত যে রায় দেবেন, তার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
পরীক্ষার মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু করার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ একটি আবেদন করেন। শুনানি নিয়ে গত ২৭ আগস্ট বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ বিষয়ে বিভক্ত আদেশ দেন। জ্যেষ্ঠ বিচারপতি আবেদনটি মঞ্জুর করেন, আর অপর বিচারপতি আবেদনটি খারিজ করে দেন।
এরপর বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য হাসান আরিফের একক বেঞ্চে পাঠান। আজ বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় আসে। তবে আবেদনকারী ইউনুস আলী আকন্দ আজ আদালতে উপস্থিত না থাকায় আদালত আগামীকাল সোমবার বিষয়টি শুনানির জন্য রাখেন।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। চলতি বছর মেডিকেল ও ডেন্টাল কলেজে পরীক্ষার মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু হবে—আদালতকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আদালত এ সিদ্ধান্ত হলফনামা আকারে উপস্থাপন করতে বলেছেন। আবেদনকারী আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় কাল বিষয়টি শুনানির জন্য রাখা হয়েছে।
১২ আগস্ট স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে পরীক্ষাবিষয়ক নীতিনির্ধারণী সভায় ২০১২-১৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে পরীক্ষা ছাড়াই শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত হয়। এর প্রতিবাদে আন্দোলনে নামেন ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা।
এরপর সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৪ আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ জিপিএর ভিত্তিতে ২০১২-১৩ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তির সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। এরই ধারাবাহিকতায় রিট আবেদনকারী ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরুর নির্দেশনা চেয়ে গত ২৩ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আর একটি আবেদন করেন। এতে পরীক্ষার ভিত্তিতে ভর্তির প্রক্রিয়া শুরুর জন্য স্বাস্থ্যসচিব, শিক্ষাসচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি নির্দেশনা চাওয়া হয়।
গত ২ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস ও বিডিএসে ভর্তির বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা হাইকোর্টে করা রিট প্রত্যাহার করলে আগের পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। আর তা না হলে আদালত যে রায় দেবেন, তার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।