মানবজমিন ডেস্ক: যুক্তরাষ্ট্রে
সন্দেহভাজন এক মুসলমানকে দাড়ি রাখার দায়ে ১ হাজার ডলার জরিমানা করেছে
আদালত। এর আগে নির্বিচারে সাধারণ মানুষের ওপর গুলি চালানোর ঘটনায় তার
বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মেজর নিদাল হাসান নামের ওই ব্যক্তি বিচারপূর্ব এক
শুনানিতে দাড়ি রেখে আদালতে হাজির হওয়ায় মার্কিন সামরিক আদালতের এক বিচারক
তাকে আটকের নির্দেশ দেন ও জরিমানা করেন। এর আগেও তাকে একই পরিমাণ অর্থ
জরিমানা করা হয়েছিল। টেক্সাসের ফোর্ট হুডে পরিচালিত এক হামলার পর তার
বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যা ও পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টার অভিযোগ আনা
হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। গত সপ্তাহে সন্দেহভাজন ওই মুসলমানকে
বিচারক এক নির্দেশে বলেছিলেন, আগামী ২০শে আগস্টের মধ্যে তাকে দাড়ি কামাতে
হবে। নির্দেশ অমান্য করলে, তাকে শেভ করতে বাধ্য করা হবে। এদিকে নিদাল
হাসানের আইনজীবী বলেছেন, তার দাড়ি তার বিশ্বাসের বহিঃপ্রকাশ ব্যতীত কিছু
নয়।