0 বুয়েটের সংকট নিয়ে শিক্ষামন্ত্রীর বৈঠক কাল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সংকট সমাধানে আগামীকাল সোমবার দুপুর ১২টার দিকে ডিন ও বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৈঠকে বুয়েটের সাবেক দুজন উপাচার্য আবদুল মতিন পাটোয়ারী, এম এইচ খান, বুয়েটের সাবেক কৃতী শিক্ষার্থী হিসেবে পরিচিত জামিলুর রেজা চৌধুরী, আইনুন নিশাত, মোবাশ্বের আলী, আবুল কাশেম ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নুরুল হুদাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে ইউজিসির চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, অতিরিক্ত সচিব সালাহউদ্দিন আকবর উপস্থিত ছিলেন।
বুয়েট শিক্ষক সমিতির আহ্বানে ১৬টি অভিযোগ এনে উপাচার্য এম নজরুল ইসলাম ও সহ-উপাচার্য হাবিবুর রহমানের অপসারণের দাবিতে ১১ জুলাই থেকে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে।
 

BANGLADESHI UPDATE NEWS Copyright © 2011 - |- Template created by O Pregador - |- Powered by Blogger Templates