0 স্বপ্নের এশিয়া একাদশে বাংলাদেশের পাঁচ

স্বপ্নের এশিয়া একাদশে বাংলাদেশের পাঁচ

স্পোর্টস রিপোর্টার
এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ হেরেছে। কিন্তু বাংলাদেশী ক্রিকেটারদের অদম্য পারফরমেন্স মন কেড়ে নিয়েছে বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর। তাদের চোখে ট্রফি জেতা পাকিস্তানিদের চেয়ে দুর্দান্ত লড়াই করে মাত্র ২ রানে হেরে যাওয়া বাংলাদেশীরাই বেশি মহিমান্বিত হয়ে ধরা দিয়েছেন। পুরো প্রতিযোগিতায় ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় তাদেরই এগিয়ে রেখেছে ‘ইয়াহু ক্রিকেট’।
পরশু রাতে স্বপ্নের এশিয়া একাদশ মনোনীত করেছে ইয়াহু। এই একাদশে বাংলাদেশ দল থেকে স্থান পেয়েছেন সর্বোচ্চ পাঁচ ক্রিকেটার : তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, আবদুর রাজ্জাক ও মাশরাফি বিন মর্তুজা।
আর কাপজয়ী পাকিস্তান দল থেকে ঠাঁই পেয়েছেন মাত্র তিনজন। ফাইনালে উঠতে ব্যর্থ হওয়া শ্রীলঙ্কা দল থেকে স্বপ্নের একাদশে জায়গা করে নিয়েছেন দুজন। বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে স্বপ্নের একাদশে জায়গা পেয়েছেন কেবল একজনই।
স্বপ্নের এশিয়া একাদশ : মোহাম্মদ হাফিজ (পাকিস্তান), তামিম ইকবাল (বাংলাদেশ), বিরাট কোহলি (ভারত), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), সাকিব আল হাসান (বাংলাদেশ), উপুল থারাঙ্গা (শ্রীলঙ্কা), নাসির হোসেন (বাংলাদেশ), উমর গুল (পাকিস্তান), আবদুর রাজ্জাক (বাংলাদেশ), সাঈদ আজমল (পাকিস্তান), মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ)।
 

BANGLADESHI UPDATE NEWS Copyright © 2011 - |- Template created by O Pregador - |- Powered by Blogger Templates