বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব
লাখো মুসল্লির সমাগমে মুখরিত তুরাগতীর

গাজীপুরে টঙ্গীর তুরাগতীরে দেশ-বিদেশের কয়েক লাখ মুসল্লির অংশগ্রহণে আজ শুক্রবার ভোর থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইজতেমা ময়দানে জুমার নামাজে শরিক হতে রাজধানী ও এর আশপাশের জেলাগুলো থেকে লাখো মুসল্লি ইজতেমা মাঠে জড়ো হচ্ছেন।
আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমা শেষ হবে।
দ্বিতীয় পর্বের প্রথম দিনে আজ ভোর থেকেই লাখ লাখ মুসল্লির সমাগমে আবারও মুখরিত হয়ে ওঠে তুরাগতীর। মুসল্লিদের ভিড়ের চাপে পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। লাখো মুসল্লির সঙ্গে সুবিশাল জামাতে জুমার নামাজ পড়ার লক্ষ্যেই সকাল থেকেই মানুষ সমবেত হচ্ছেন। ইজতেমা মাঠ ছাপিয়ে জুমার জামাত পড়ার জন্য বিস্তৃত হয় তুরাগের পশ্চিম পাড় ও ময়মনসিংহ মহাসড়ক পর্যন্ত।
আজকের জুমার নামাজে ইমামতি করবেন ঢাকার কাকরাইল মসজিদের খতিব হাফেজ মাওলানা জুবায়ের। অংশগ্রহণকারীদের সংখ্যার বিচারে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত বিশ্ব ইজতেমা গত বছর থেকে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। আয়োজক তাবলিগ জামাত কর্তৃপক্ষ ব্যবস্থাপনার সুবিধার্থে গত বছর থেকে দুই পর্বে ধর্মীয় জামাতটি অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়। এতে দেশের ৩২টি জেলার বাসিন্দারা অংশ নিচ্ছে।
অসুস্থতা: বিভিন্ন মেডিকেল ক্যাম্পে খোঁজ নিয়ে জানা গেছে, বিপুলসংখ্যক মুসল্লি চিকিত্সা নিচ্ছেন। তাঁদের অধিকাংশই ডায়রিয়া, আমাশয়, সর্দি-কাশি, জ্বর, হাঁপানি ও হূদরোগে আক্রান্ত। বিশুদ্ধ পানির অভাবে এবং অত্যধিক ধুলোবালির কারণে মুসল্লিরা এসব রোগে আক্রান্ত হচ্ছেন বলে সংশ্লিষ্টরা মনে করেন।
আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমা শেষ হবে।
দ্বিতীয় পর্বের প্রথম দিনে আজ ভোর থেকেই লাখ লাখ মুসল্লির সমাগমে আবারও মুখরিত হয়ে ওঠে তুরাগতীর। মুসল্লিদের ভিড়ের চাপে পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। লাখো মুসল্লির সঙ্গে সুবিশাল জামাতে জুমার নামাজ পড়ার লক্ষ্যেই সকাল থেকেই মানুষ সমবেত হচ্ছেন। ইজতেমা মাঠ ছাপিয়ে জুমার জামাত পড়ার জন্য বিস্তৃত হয় তুরাগের পশ্চিম পাড় ও ময়মনসিংহ মহাসড়ক পর্যন্ত।
আজকের জুমার নামাজে ইমামতি করবেন ঢাকার কাকরাইল মসজিদের খতিব হাফেজ মাওলানা জুবায়ের। অংশগ্রহণকারীদের সংখ্যার বিচারে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত বিশ্ব ইজতেমা গত বছর থেকে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। আয়োজক তাবলিগ জামাত কর্তৃপক্ষ ব্যবস্থাপনার সুবিধার্থে গত বছর থেকে দুই পর্বে ধর্মীয় জামাতটি অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়। এতে দেশের ৩২টি জেলার বাসিন্দারা অংশ নিচ্ছে।
অসুস্থতা: বিভিন্ন মেডিকেল ক্যাম্পে খোঁজ নিয়ে জানা গেছে, বিপুলসংখ্যক মুসল্লি চিকিত্সা নিচ্ছেন। তাঁদের অধিকাংশই ডায়রিয়া, আমাশয়, সর্দি-কাশি, জ্বর, হাঁপানি ও হূদরোগে আক্রান্ত। বিশুদ্ধ পানির অভাবে এবং অত্যধিক ধুলোবালির কারণে মুসল্লিরা এসব রোগে আক্রান্ত হচ্ছেন বলে সংশ্লিষ্টরা মনে করেন।