পুলিশের নির্যাতনের চিহ্ন দেখালেন বিনিয়োগকারীরা

প্রত্যক্ষদর্শীরা জানান, পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে ডিএসইর সামনে গতকাল বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা। বিক্ষোভ চলাকালে বিকেল পাঁচটার দিকে পুলিশ অতর্কিতভাবে হামলা চালিয়ে সংগঠনটির চার নেতাসহ আটজনকে আটক করে। এ সময় পুলিশের কাছে থাকা রাইফেল ও লাঠি দিয়ে বিনিয়োগকারীদের ওপর নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়।
আজ দুপুর ১২টার দিকে মুচলেকা নিয়ে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়। বেলা একটার দিকে ছাড়া পাওয়া বিনিয়োগকারীরা ডিএসইর সামনে এসে বিভিন্ন গণমাধ্যমের সামনে পুলিশি নির্যাতনের অভিযোগ করেন একই সঙ্গে নির্যাতনের চিহ্ন দেখান। এ সময় একজন বিনিয়োগকারী নিজের জামা খুলে দিয়ে তাঁর পিঠে পুলিশের নির্যাতনের চিহ্ন দেখান। আরেকজন তাঁর পায়ে আঘাতের চিহ্ন দেখান।
গতকাল আটক হওয়া ব্যক্তিরা হলেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর-রশীদ চৌধুরী, সহসভাপতি সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক আতাউল্লাহ নাঈম, আবদুল মান্নান, আবদুল হান্নান, নুরুল হক হারুন ও আবু সুফিয়ান।
এ ব্যাপারে মিজান-উর-রশিদ চৌধুরী বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে হঠাত্ করে পুলিশ হামলা চালায়। এ সময় দাঙ্গা পুলিশ বিনিয়োগকারীদের লাঠিপেটা করে। এ ছাড়া আটককৃতদেরও মারধর করেন কয়েকজন পুলিশ সদস্য, যা খুবই দুঃখজনক।’ তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।